Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "ফল অফ এ স্পারো" - বইটি কে লিখেছিলেন? -
(ক) সালিম আলি
(খ) গোপাল ভট্টাচার্য
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) সালিম আলি
প্রশ্নঃ ফুলবল ইতিহাসের সবচেয়ে বেশি গোল কার -
(ক) পেলে
(খ) জোসেফ বিকান
(গ) লিওনেল মেসি
(ঘ) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
উত্তরঃ (ঘ) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
প্রশ্নঃ নীচের কোন্টি ধাতু এবং আধাতু উভয়ের মতো আচরণ করে? -
(ক) বোরন
(খ) ক্রিপটন
(গ) আর্গন
(ঘ) নিয়ন
উত্তরঃ (ক) বোরন
প্রশ্নঃ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? -
(ক) রঞ্জিত সিংহ
(খ) প্রথম বাজিরাও
(গ) মহাপদ্মনন্দ
(ঘ) ধর্মপাল
উত্তরঃ (গ) মহাপদ্মনন্দ
প্রশ্নঃ "When God is a Traveller" - বইটি কার লেখা? -
(ক) বিক্রম শেঠ
(খ) ভি পি সিংহ
(গ) অরুন্ধতী শুভ্রমনিয়াম
(ঘ) অরুন্ধতী রায়
উত্তরঃ (গ) অরুন্ধতী শুভ্রমনিয়াম
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ