Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ নীচের কোন্ রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা বর্তমান? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
প্রশ্নঃ হুমায়ুননামা কার লেখা? -
(ক) জাহাঙ্গীর
(খ) আবুল ফজল
(গ) গুলবদন বেগম
(ঘ) আকবর
উত্তরঃ (গ) গুলবদন বেগম
প্রশ্নঃ যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে -
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) ব্রিটেন
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি কে কী বলা হয়? -
(ক) প্রেইরী
(খ) তৈগা
(গ) সেলভা
(ঘ) সালফা
উত্তরঃ (খ) তৈগা
প্রশ্নঃ পরিবেশের ফুসফুস কাকে বলা হয়? -
(ক) জলাভূমিকে
(খ) অরণ্যকে
(গ) বায়ুকে
(ঘ) জলকে
উত্তরঃ (খ) অরণ্যকে
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ