Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "সিটি অফ ওয়াটার" কাকে বলে? -
(ক) নরওয়ে
(খ) রোম
(গ) ভেনিস
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ (গ) ভেনিস
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার হলেন -
(ক) ঈশা বসন্ত যোশী
(খ) পি টি ঊষা
(গ) সুরেখা যাদব
(ঘ) কিরন বেদী
উত্তরঃ (ঘ) কিরন বেদী
প্রশ্নঃ হাইড্রোজেনের কয়টি আইসোটোপ থাকে? -
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ (খ) তিনটি
প্রশ্নঃ ভারত সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন কে? -
(ক) আয়ার কুট
(খ) লালি
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) জোসেফ ডুপ্লে
উত্তরঃ (ঘ) জোসেফ ডুপ্লে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন্ জেলার বৈশিষ্ট্য? -
(ক) কোচবিহার
(খ) জলপাইগুড়ি
(গ) দার্জিলিং
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) দার্জিলিং
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ