Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ সর্বশেষ কতসালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? -
(ক) ১৯২৬ সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ২০১০ সালে
উত্তরঃ (গ) ১৯৮৬ সালে
প্রশ্নঃ একদিনের ক্রিকেট প্রথম ৪০০ রান করে কোন্ কোন্ দল? -
(ক) ওয়েস্ট ইন্ডিজ
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) ভারত
উত্তরঃ (খ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ ডালহৌসি কবে অযোধ্যা দখল করেন -
(ক) ১৮৪৬ সালে
(খ) ১৮৫২ সালে
(গ) ১৮৫৬ সালে
(ঘ) ১৮৮০ সালে
উত্তরঃ (গ) ১৮৫৬ সালে
প্রশ্নঃ হরপ্পা সভ্যতার কোন্ শহরটিতে কোনো দূর্গের অস্তিত্ব মেলে না -
(ক) সুরকোটাডা
(খ) কালিবঙ্গান
(গ) চানহুদারো
(ঘ) হরপ্পা
উত্তরঃ (গ) চানহুদারো
প্রশ্নঃ কোন্ বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? -
(ক) ভূগোল
(খ) গণিত
(গ) পদার্থবিদ্যা
(ঘ) রসায়ন
উত্তরঃ (খ) গণিত
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ