Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কোন্ রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) রাজস্থান
(গ) পাঞ্জাব
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (গ) পাঞ্জাব
প্রশ্নঃ লিঙ্গ্রাজ মন্দির কোন্ শহর অবস্থিত? -
(ক) গোপালপুরে
(খ) ভুবনেশ্বরে
(গ) কোনারকে
(ঘ) পুরীতে
উত্তরঃ (খ) ভুবনেশ্বরে
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন? -
(ক) মহাবংশ
(খ) তারানাথের তিব্বতের ইতিহাস
(গ) দিব্যবদান
(ঘ) কলহনের রাজতরঙ্গিনী
উত্তরঃ (ক) মহাবংশ
প্রশ্নঃ বছরের কোন্ দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালিত হয়? -
(ক) ১৪ই জুন
(খ) ১৭ই মে
(গ) ১৪ই নভেম্বর
(ঘ) ৪ঠা ফেব্রুয়ারি
উত্তরঃ (গ) ১৪ই নভেম্বর
প্রশ্নঃ অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? -
(ক) গিরিশ ঘোষ
(খ) শিশির ঘোষ
(গ) রামমোহন রায়
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) শিশির ঘোষ
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ