Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? -
(ক) অগ্নাশয়ে
(খ) যকৃতে
(গ) রক্তরসে
(ঘ) বৃক্কে
উত্তরঃ (খ) যকৃতে
প্রশ্নঃ কোন্ গাছের পাতা থেকে মূল বেরোয় -
(ক) মূলো
(খ) পাথরকুচি
(গ) অর্কিড
(ঘ) অশ্বন্থ
উত্তরঃ (খ) পাথরকুচি
প্রশ্নঃ নীচের কোন্টি এককোষী জীব? -
(ক) মানুষ
(খ) চিংড়ি
(গ) কেঁচো
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ (ঘ) ব্যাকটেরিয়া
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্রকে কোন্ প্রতিষ্ঠান "বিদ্যাসাগর" উপাধি প্রদান করে? -
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) বিদ্যাসাগর কলেজ
(গ) সংস্কৃত কলজে
(ঘ) প্রেসডেন্সি কলেজ
উত্তরঃ (গ) সংস্কৃত কলজে
প্রশ্নঃ তারিণী খুড়ো কার সৃষ্টি? -
(ক) শম্ভু মিত্র
(খ) বিভূতিভূষণ মিত্র
(গ) শরবিন্দু মুখোপাধ্যায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (ঘ) সত্যজিৎ রায়
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ