Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন -
(ক) লোকসভার অধ্যক্ষ
(খ) এটনি জেনারেল
(গ) আইনমন্ত্রী
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) এটনি জেনারেল
প্রশ্নঃ অরুণাচল প্রদেশ কোন্ হাইকোর্টের আওতায় পড়ে? -
(ক) কলকাতা
(খ) চন্ডিগড়
(গ) গুয়াহাটি
(ঘ) বোম্বে
উত্তরঃ (গ) গুয়াহাটি
প্রশ্নঃ ওজোন স্তর পৃথিবীর যে রশ্মি কে আসতে বাধা দেয় তা হলে -
(ক) অবলোহিত
(খ) লোহিত
(গ) অতিবেগুনি
(ঘ) কসমিক
উত্তরঃ (গ) অতিবেগুনি
প্রশ্নঃ নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপন একক -
(ক) ফার্মি
(খ) X - একক
(গ) AU
(ঘ) অ্যাংস্ট্রম
উত্তরঃ (গ) AU
প্রশ্নঃ তথ্যের অধিকার আইনটি কোন্ সালে কার্যকারী হয়? -
(ক) ২০০১ সালে
(খ) ২০০২ সালে
(গ) ২০০৪ সালে
(ঘ) ২০০৫ সালে
উত্তরঃ (ঘ) ২০০৫ সালে
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022