Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ সিলিকন কী ধরনের পদার্থ? -
(ক) অর্ধপরিবাহী
(খ) অপরিবাহী
(গ) পরিবাহী
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অর্ধপরিবাহী
প্রশ্নঃ লজ্জাবতী পাতার চলন কি প্রকারের? -
(ক) কেমোন্যাস্টি
(খ) সিসমোন্যাস্টি
(গ) হাইপেন্যাস্টি
(ঘ) নিকটিন্যাস্টি
উত্তরঃ (খ) সিসমোন্যাস্টি
প্রশ্নঃ সিফিলিস কি ঘটিত রোগ? -
(ক) আদ্যপ্রাণী ঘটিত
(খ) ভাইরাস ঘটিত
(গ) ব্যাকটেরিয়া ঘটিত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ব্যাকটেরিয়া ঘটিত
প্রশ্নঃ বিশুদ্ধ লোহার রং কেমন? -
(ক) হালকা হলুদ
(খ) বাদামি
(গ) ধূসর লাল
(ঘ) ধূসর সাদা
উত্তরঃ (ঘ) ধূসর সাদা
প্রশ্নঃ কোশ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে, সেটি হল -
(ক) কিউটিন
(খ) কোলেস্টেরল
(গ) স্টেরয়েড
(ঘ) ফসফোলিপিড
উত্তরঃ (ঘ) ফসফোলিপিড
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ