Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ নোভাক জোকোভিচ কোন্ দেশের বাসিন্দা? -
(ক) অস্ট্রেলিয়া
(খ) সুইজারল্যান্ড
(গ) সার্বিয়া
(ঘ) স্পেন
উত্তরঃ (গ) সার্বিয়া
প্রশ্নঃ কত টাকার নোটে ভারতের মঙ্গলযানের ছবি রয়েছে? -
(ক) ৫০ টাকায়
(খ) ১০০ টাকায়
(গ) ৫০০ টাকায়
(ঘ) ২০০০ টাকায়
উত্তরঃ (ঘ) ২০০০ টাকায়
প্রশ্নঃ লবঙ্গ পাওয়া যায় গাছের কোন্ অংশ থেকে? -
(ক) পুষ্পমুকুল
(খ) পাতা
(গ) কান্ড
(ঘ) মূল
উত্তরঃ (ক) পুষ্পমুকুল
প্রশ্নঃ "লাল সালাম : এ নোবেল" - বইটির লেখক কে? -
(ক) অমিতাভ ঘোষ
(খ) স্মৃতি ইরানি
(গ) বিমান বসু
(ঘ) মনু ভান্ডারি
উত্তরঃ (খ) স্মৃতি ইরানি
প্রশ্নঃ সল্ক টিকা রোগের প্রতিষেষক হিসেবে ব্যবহৃত হয় -
(ক) গুটি বসন্ত
(খ) জলাতঙ্ক
(গ) পোলিও
(ঘ) হাম
উত্তরঃ (গ) পোলিও
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ