LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 25-11-2021 Part 5
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 25-11-2021 Part 5

 Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs



প্রশ্নঃ বর্ণালীর কোন্‌ রঙ-এ সালোকসংশ্লেষ ভালো হয়? -

(ক) লাল ও হলুদ

(খ) হলুদ ও নীল

(গ) লাল ও বেগুনি

(ঘ) লাল ও নীল

উত্তরঃ (ঘ) লাল ও নীল


প্রশ্নঃ পিঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে -

(ক) ক্লোরিন

(খ) সালফার

(গ) পটাশিয়াম

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) সালফার


প্রশ্নঃ হাজারদুয়ারি কোন্‌ জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র? -

(ক) বীরভূম

(খ) মালদহ

(গ) মুর্শিদাবাদ

(ঘ) নদীয়া

উত্তরঃ (গ) মুর্শিদাবাদ


প্রশ্নঃ নীচে কে ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন? -

(ক) শচীন তেন্ডুলকার

(খ) ভীমসেন যোশী

(গ) গোপীনাথ বরদলৈ

(ঘ) উপরের প্রত্যেকেই

উত্তরঃ (ক) শচীন তেন্ডুলকার


প্রশ্নঃ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কে? -

(ক) রামমোহন রায়

(খ) উমেশচন্দ্র দত্ত

(গ) বিদ্যাসাগর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) উমেশচন্দ্র দত্ত


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close