Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ওজোন হোলের নামকরণ করেছেন কে? -
(ক) মার্কিন
(খ) ত্রিসিলি
(গ) ফারমেন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ফারমেন
প্রশ্নঃ কোশের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? -
(ক) ফটোলাইসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) অ্যামাইটোসিস
উত্তরঃ (গ) মাইটোসিস
প্রশ্নঃ ভাংড়া কোন্ রাজ্যের নৃত্যশৈলী? -
(ক) রাজস্থান
(খ) পাঞ্জাব
(গ) গুজরাট
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (খ) পাঞ্জাব
প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে থেকে কলিঙ্গ পুরষ্কার দেওয়া হয়? -
(ক) ১৯৫২ সালে
(খ) ১৯৫৪ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৬৫ সালে
উত্তরঃ (গ) ১৯৬১ সালে
প্রশ্নঃ ভগবানের নিজের দেশ বলা হয়? -
(ক) উত্তর প্রদেশ
(খ) কেরালা
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) কেরালা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022