Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) কাবেরী
(খ) বরাহি
(গ) মাণ্ডবি
(ঘ) বুদ্ধবালঙ্গা
উত্তরঃ (ক) কাবেরী
প্রশ্নঃ সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হল -
(ক) বিহার
(খ) উত্তরপ্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (ক) বিহার
প্রশ্নঃ সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? -
(ক) রাজ্যপাল
(খ) স্পিকার
(গ) রাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ (খ) স্পিকার
প্রশ্নঃ ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানকে রয়েছেন? -
(ক) সি রঙ্গরাজন
(খ) এন কে সিং
(গ) কে সন্থামাম
(ঘ) কে সি নিয়োগী
উত্তরঃ (খ) এন কে সিং
প্রশ্নঃ ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন্ নদীর উপর তৈরি হয়েছে? -
(ক) মহানদী
(খ) ব্রহ্মপুত্র
(গ) গঙ্গা
(ঘ) শতদ্রু
উত্তরঃ (ঘ) শতদ্রু
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ