LightBlog
Class 4 Science Model Activity Compilation / Class 4 Model Activity Task Part 8 Amader Paribesh Marks 50 / Class 4 Science Annual Model Activity Task Part 8
Type Here to Get Search Results !

Class 4 Science Model Activity Compilation / Class 4 Model Activity Task Part 8 Amader Paribesh Marks 50 / Class 4 Science Annual Model Activity Task Part 8

 আমাদের পরিবেশ

চতুর্থ শ্রেণি

পূর্ণমান - ৪০


১। ঠিক উত্তর নির্বাচন করো : 


১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো -

(ক) বট 

(খ) পলাশ

(গ) ফনীমনসা

(ঘ) আম

উত্তরঃ (গ) ফনীমনসা


১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো -

(ক) নাইট্রোজেন

(খ) অক্সিজেন

(গ) নিষ্ক্রিয় গ্যাস

(ঘ) কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ (খ) অক্সিজেন


১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো -

(ক) গন্ডার

(খ) ডোডো

(গ) কুমির

(ঘ) হরিণ

উত্তরঃ (খ) ডোডো


১.৪ চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে -

(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে 

(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে 

(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে

(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে

উত্তরঃ (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে


১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো -

(ক) লোহা আর টিন

(খ) তামা আর টিন

(গ) লোহা আর তামা

(ঘ) তামা আর সোনা

উত্তরঃ (খ) তামা আর টিন


১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো -

(ক) চৈত্র

(খ) বৈশাখ

(গ) শ্রাবণ

(ঘ) পৌষ

উত্তরঃ (ঘ) পৌষ


২. শুণ্যস্থান পূরণ করো :


২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ___________।

উত্তরঃ জোড়া


২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের __________মাপা হয়।

উত্তরঃ ভর


২.৩ __________ থেকে বেরোয় লালারস।

উত্তরঃ লালাগ্রন্থি


২.৪ পৃথিবীর __________ হলো চাঁদ।

উত্তরঃ উপগ্রহ


৩। ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে 'ㄨ' চিহ্ন দাও :


৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।

উত্তরঃ ㄨ


৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।

উত্তরঃ ✓


৩.৩ আদিম মানুষের কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।

উত্তরঃ ✓


৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(ক) পুরুলিয়া

২.২ ছৌ নাচ

(খ) দার্জিলিং

২.৩ সিল্কের শাড়ি

(গ) কৃষ্ণনগর

 

(ঘ) বিষ্ণুপুর

উত্তরঃ

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(গ) কৃষ্ণনগর

২.২ ছৌ নাচ

(ক) পুরুলিয়া

২.৩ সিল্কের শাড়ি

(খ) দার্জিলিং


৫. একটি বাক্যে উত্তর দাও :


৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন্‌ দিকে দেখা যায়?

উত্তরঃ ধ্রুবতারাকে আকাশের উত্তরদিকে দেখা যায়।


৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।

উত্তরঃ প্ল্যাস্টিক হল এমন একটি বর্জ্য পদার্থ যেটা সহজে মাটিতে মেশে না।


৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?

উত্তরঃ চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।


৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৬.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?

উত্তরঃ হলার মেশিন বা ঢেঁকি ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবো।


৬.২ ফুসফুস ভালো রাখার উপায় কী কী?

উত্তরঃ নীচে ফুসফুসের ভালো রাখার উপায়গুলি আলোচনা করা হলো -

(১) নিয়মিত শ্বাসের ব্যায়াম করা

(২) মুক্ত বাতাসে ছোটাছুটি ও খেলা করা


৬.৩ কৃত্রিক উপগ্রহগুলি আমাদের দৈনন্দিক জীবন কীভাবে সাহায্য করে?

উত্তরঃ কৃত্রিম উপগ্রহগুলির আমাদের দৈনন্দিন জীবনে যে যে কাজে লাগে তা নীচে আলোচনা করা হল -

(ক) বর্তমানে আমরা খুব সহজেই আমাদের আশেপাশের আবহাওয়ার আগাম পূর্বাভাস জানতে পারি।

(খ) আমরা বিভিন্ন খেলা সে দেশে হোক বা বিদেশে খুব সহজেই সরাসরি দেখতে পায়।

(গ) আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে অর্থাৎ জি পি এস - এর মাধ্যমে আমাদের সঠিক অবস্থান জানতে পারি।


৬.৪ ডোকরার পুতুল কীভাবে বানানো হয়?

উত্তরঃ ডোকরা শিল্প পদ্ধতি একটি জটিল ও সময় সাপেক্ষ, সূক্ষ্য শিল্প কর্ম। প্রথমে শিল্পীরা পুকুর থেকে লাল বা সাদা মাটি সংগ্রহ করে ও মাটির মণ্ড তৈরি করে; এর পর মাটি দিয়ে হাতে করে একটি অবয়ব তৈরি করে। অবয়বটির উপর মোম, তেল এর প্রলেপ দেওয়া হয় । শেষে নরম মাটির প্রলেপ দেওয়া হয়। এর পর এটিকে পোড়ানো হয়। ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইড়ে বেরিয়ে আসে ।এর পর ওই ছিদ্র দিয়ে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করা হয়। মূর্তিটি এর পর শিরিষ কাগজ দ্বারা ঘষে উজ্জ্বল করা হয়।


৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন?

উত্তরঃ মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া প্রভৃতি পাওয়া যাবে। এর সঙ্গে আত্মরক্ষা, যাতায়াত প্রভৃতি কাজে পশুদের ব্যবহার করা যাবে। তাতে সুবিধা অনেক বেশি। তাই মানুষ পশুকে পোষ মানিয়েছিল।


৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?

উত্তরঃ অমাবস্যার দিনে চাঁদের সেই দিকটা আমাদের সামনে থাকে, যেদিকে সূর্যের আলো পড়ে না। তাই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না। 


৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৭.১ "বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন" - কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়?

উত্তরঃ বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান যে কারনগুলির জন্য বিপন্ন তা আলোচনা করা হলো -

(১) মানুষ তাদের নিজেদের বাসস্থানের জন্য প্রচুর পরিমানে জঙ্গল কেটে ফেলছে।

(২) প্রাণীদের জন্য পাণীয় জলের ও খাবারের অভাব দেখা দিচ্ছে।

(৩) মানুষ বিভিন্ন জায়গার জলাশয় বন্ধ করে বাড়ি-ঘর তৈরি করে কৃত্রিম ভাবে জলের অভাব তৈরি করেছে।

(৪) বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারনেও প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে।

(৫) বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয়। এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে।


৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তোমার মনে হয়?

উত্তরঃ কোনো বিষাক্তসাপ কামড়ালে আমাদের যা যা করা উচিত তা নীচে আলোচনা করা হল -

(ক) ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। 

(খ) ক্ষতস্থান যদি হাত বা পা হয় তাহলে তার ঠিক উপরে কিছু হাল্কা করে বেঁধে দিতে হবে আর খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হাল্কা ভাবে বাধা হয়।

(গ) রোগীকে কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

(ঘ) রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

(ঙ) রোগী যদি বমি করতে চায় তাহলে বমি করতে দেওয়া দরকার।

(চ) রোগীর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া দরকার।


৭.৩ "বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তরঃ বাসস্থানের কাছাকাছি জল থাকলে অনেক সুবিধা হয়, যেমন -

(ক) পানীয় জল ও প্রতিদিনের নানা রকম কাজে ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়।

(খ) চাষের কাজে জল দিতে সুবিধা হয়। 

(গ) এছাড়াও জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায়। জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ফলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close