একাদশ শ্রেণি বাংলা সাজেশন ২০২২
গল্প - ডাকাতের মা
প্রশ্ন:- "ডাকাতের মা" গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্রটি আলোচনা কর।
উত্তরঃ-
প্রখ্যাত কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর লেখা "ডাকাতের মা" গল্পের মূল
চরিত্রদ্বয়ের অন্যতম হল ডাকাত সর্দার সৌখীর মায়ের চরিত্রটি।তার চরিত্রটি গল্পে
যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা হল নিম্নরূপ-
*সন্তানের প্রতি
অপত্যস্নেহ:- তার হৃদয়ের টুকরো তার একমাত্র সন্তান ডাকাত সর্দার সৌখীর জন্য তার
অপত্যস্নেহ ছিল অকৃত্রিম।
*পরিশ্রমী:-
সৌখীর মা ছিলেন অত্যন্ত পরিশ্রমী।সৌখী জেলে যাবার দুবছর পর থেকে টাকা দেওয়া বন্ধ
করলে তিনি বাড়ীতে খইমুড়ি ভেজে বিক্রি করে সংসার চালাতেন।
*বাস্তবজ্ঞান
সম্পন্না:- সৌখীর মা ছিলেন গভীর বাস্তব বোধ সম্পন্না।তাই জেল থেকে ফেরার পর সৌখীকে
টাকা না পাঠানোর বা পুত্রবধূ ও নাতির অসুস্থতার কথা জানাননি।
*পুত্রবধূ ও
নাতির প্রতি স্নেহ:- অসুস্থ রুগ্ন বৌমার অবস্থার কথা চিন্তা করে বাধ্য হয়ে তাকে
বাপের বাড়ীতে পাঠিয়ে দিয়েছিল।
*পুরুষতন্ত্রের
প্রতি আস্থা:- নিরক্ষর হওয়ায় তার পুরুষতন্ত্রের প্রতি অস্থা ছিল।ছেলের হাতে মার
খেলেও কিছু মনে করেনি।
Class 11 Bengali Full Suggestion 2022 | See More… |
Class All Suggestion 2022 PDF | See More… |
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ