LightBlog
ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করার সুবিধা কি?পদ্ধতিটি সম্পর্কে আলোচনা কর।
Type Here to Get Search Results !

ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করার সুবিধা কি?পদ্ধতিটি সম্পর্কে আলোচনা কর।

 Class 11 Bengali Suggestion 2022



ভাষা সাহিত্যের ইতিহাসঃ-

প্রশ্নঃ- ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করার সুবিধা কিপদ্ধতিটি সম্পর্কে আলোচনা কর।

উত্তরঃ- ভাষার রূপতত্ত্ব বা আকৃতিগত বিশ্লেষণ হল এমন এক পদ্ধতি যেখানে ভাষার যে সাংগঠনিক অবয়ব তা সুস্পষ্ট হয়ে ওঠে।রূপতত্ত্বগত পদ্ধতিতে প্রাথমিকভাবে বিশ্বের সমস্ত ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়- অন্বয়ী বা সমবায়ী এবং অনন্বয়ী বা অসমবায়ী।

 

**সমবায়ী:- যে সকল ভাষার মধ্যে উপসর্গ,অনুসর্গ,প্রত্যয়,বিভক্তি সবই আছে ;তাদের অন্বয়ী বা সমবায়ী ভাষা বলে।

**অসমবায়ী:- যে সকল ভাষার উক্ত উপাদানগুলি অনুপস্থিত এবং বাক্যে অবস্থান অনুসারে শব্দের কারকত্ব বা অন্যান্য ব্যাকরণগত বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাদের অনন্বয়ী বা অসমবায়ী ভাষা বলে।

রূপতত্ত্ব অনুসারে শ্রেণীবিভাগঃ-

মুক্তান্বয়ী বর্গ:- মুক্তান্বয়ী বর্গের ভাষাগুলিতে উপসর্গ,অনুসর্গ,প্রত্যয়,বিভক্তি যেমন শব্দ ও পদ গঠনে ব্যবহৃত গয় ঠিক তেমনই বাক্যে স্বাধীন পদ হিসাবেও ব্যবহৃত হয়।

*যেমন- তুর্কি,সোয়াহিলি,দ্রাবিড় ভাষা বংশের বিভিন্ন ভাষা এই বর্গের অন্তর্গত।

অত্যন্বয়ী বর্গ:- বাক্যই হল এই বর্গের ভাষাগুলিতে ভাষার অর্থদ্যোতক ক্ষুদ্রতম অংশ।বাক্যের বাইরে এই ভাষার স্বাধীন ব্যবহার নেই বললেই চলে।

*যেমন- এস্কিমো ভাষা।

সমন্বয়ী বর্গ:- অনুসর্গ,উপসর্গ,প্রত্যয়,বিভক্তি প্রভৃতি এই বর্গের ভাষাগুলিতে কেবলমাত্র শব্দ বা পদ গঠনেই ব্যবহৃত হয়;বাক্যে বাধীন পদ হিসাবো কখনই ব্যবহৃত হয়না।

*যেমন- সংস্কৃত, হিন্দি,উর্দু ইত্যাদি।


Class 11 Bengali Full Suggestion 2022

See More…

 

Class All Suggestion 2022 PDF

See More…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close