gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ ছাপাখানা কে আবিষ্কার করেন? -
(ক) গুটেনবার্গ
(খ) হ্যান্স লিপারসি
(গ) হরগোবন্দ খোরানা
(ঘ) উইলিয়াম কেরি
উত্তরঃ (ক) গুটেনবার্গ
প্রশ্নঃ সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোথায়? -
(ক) ক্রোয়েশিয়াতে
(খ) ভিয়েতনামে
(গ) মেক্সিকোতে
(ঘ) কানাডাতে
উত্তরঃ (গ) মেক্সিকোতে
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রণালী কোন্টি? -
(ক) হাডসন
(খ) বেরিং
(গ) টার্টার
(ঘ) মালাক্কা
উত্তরঃ (খ) বেরিং
প্রশ্নঃ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউড কোথায় অবস্থিত? -
(ক) দেরাদুন
(খ) কলকাতা
(গ) চেন্নাই
(ঘ) দিল্লি
উত্তরঃ (ক) দেরাদুন
প্রশ্নঃ বাংলা সাহিত্যে কে "পদাতিক কবি" নামে পরিচিত? -
(ক) সুভাষ মুখোপাধ্যায়
(খ) শঙ্খ ঘোষ
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) জসিম উদ্দিন
উত্তরঃ (ক) সুভাষ মুখোপাধ্যায়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ