gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 10
প্রশ্নঃ নীচের কোন্টি ভেক্টর রাশি নয়? -
(ক) দূরত্ব
(খ) ত্বরণ
(গ) বল
(ঘ) বেগ
উত্তরঃ (খ) ত্বরণ
প্রশ্নঃ ত্রিপিটক কোন্ ভাষায় রচিত? -
(ক) পালি
(খ) সংস্কৃত
(গ) হিন্দি
(ঘ) বাংলা
উত্তরঃ (ক) পালি
প্রশ্নঃ বিশ্ব তুলা দিবস কবে পালন করা হয়? -
(ক) ৭ই অক্টোবর
(খ) ৮ই অক্টোবর
(গ) ৯ই অক্টোবর
(ঘ) ১০ই অক্টোবর
উত্তরঃ (ক) ৭ই অক্টোবর
প্রশ্নঃ কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? -
(ক) ১৫২৭ সালে
(খ) ১৫২৯ সালে
(গ) ১৫৩৯ সালে
(ঘ) ১৫৪০ সালে
উত্তরঃ (ঘ) ১৫৪০ সালে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ কোন্ অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়? -
(ক) মহানন্দা ও গোরুমারা
(খ) গোরুমারা ও সিঞ্চল
(গ) কাঞ্চনজঙ্ঘা ও জলদাপাড়া
(ঘ) জলদাপাড়া ও গোরুমারা
উত্তরঃ (ঘ) জলদাপাড়া ও গোরুমারা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ