LightBlog
gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 27-10-2021 Part 1
Type Here to Get Search Results !

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 27-10-2021 Part 1

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali Part 1



প্রশ্নঃ সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা কত থাকে? -

(ক) ৪০ ডেসিবেল

(খ) ৫০ ডেসিবেল

(গ) ৭০ ডেসিবেল

(ঘ) ৮০ ডেসিবেল

উত্তরঃ (ক) ৪০ ডেসিবেল


প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে ফাঁসিতে মৃত্যুদন্ড পেতে চলেছে উত্তরপ্রদেশের মথুরার কোন্‌ মহিলা? -

(ক) শবনম ফারিয়া 

(খ) জাহানারা খাতুম

(গ) শবনম আলী

(ঘ) রিতা ফারিয়া

উত্তরঃ (গ) শবনম আলী


প্রশ্নঃ কোন্‌ প্রণালী আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে -

(ক) বেরিং প্রণালী

(খ) ডোভার প্রণালী

(গ) জিব্রাল্টার প্রণালী

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) বেরিং প্রণালী


প্রশ্নঃ মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? -

(ক) ১৯১৫ সালে

(খ) ১৯১৬ সালে

(গ) ১৯১৮ সালে

(ঘ) ১৯২০ সালে

উত্তরঃ (ক) ১৯১৫ সালে


প্রশ্নঃ "সোনার তরী" কাব্য গ্রন্থটি কার লেখা? -

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি? -

(ক) টাংলু

(খ) ফালুট

(গ) সবরগ্রাম

(ঘ) টাইগার হিল

উত্তরঃ (খ) ফালুট


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close