gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 8
প্রশ্নঃ ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোন্টি? -
(ক) শুশুনিয়া
(খ) দলমা
(গ) রাজমহল
(ঘ) পরেশনাথ
উত্তরঃ (ঘ) পরেশনাথ
প্রশ্নঃ তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন্ দেশ? -
(ক) ভারতবর্ষ
(খ) আফ্রিকা
(গ) চীন
(ঘ) জাপান
উত্তরঃ (গ) চীন
প্রশ্নঃ গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কোন্ রাজার সভাকবি ছিলেন? -
(ক) গোপাল
(খ) দেবপাল
(গ) লক্ষণ সেন
(ঘ) বল্লল সেন
উত্তরঃ (গ) লক্ষণ সেন
প্রশ্নঃ মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? -
(ক) সিমলা
(খ) দেরাদুন
(গ) দিল্লি
(ঘ) পুণে
উত্তরঃ (খ) দেরাদুন
প্রশ্নঃ পেরিয়ার জাতীয় পার্ক কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) কর্ণাটক
(খ) বিহার
(গ) ত্রিপুরা
(ঘ) কেরালা
উত্তরঃ (ঘ) কেরালা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ