gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ বেসবল কোন্ দেশের জাতীয় খেলা? -
(ক) জর্জিয়া
(খ) মেক্সিকো
(গ) কানাডা
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন্ রাজ্যে? -
(ক) গুজরাট
(খ) ছত্রিশগড়
(গ) কর্ণাটক
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (ক) গুজরাট
প্রশ্নঃ সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? -
(ক) যতীন দাস
(খ) মাতঙ্গিনী হাজরা
(গ) কল্পনা দত্ত
(ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
প্রশ্নঃ কোন্ রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক? -
(ক) মহারাষ্ট্র
(খ) বিহার
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) হিমাচল প্রদেশ
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনটির নেতৃত্বে গান্ধীজি ছিলেন? -
(ক) নাগপুর
(খ) বেলগাঁও
(গ) সুরাট
(ঘ) বোম্বাই
উত্তরঃ (খ) বেলগাঁও
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ