gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ ভারতের সংবিধান কার্যকারে হয়? -
(ক) ১৫ই জুন ১৯৫২
(খ) ২৬শে নভেম্বর ১৯৪৯
(গ) ১৫ই আগস্ট ১৯৪৭
(ঘ) ২৬শে জানুয়ারি ১৯৫০
উত্তরঃ (ঘ) ২৬শে জানুয়ারি ১৯৫০
প্রশ্নঃ 'ধুমকেতু' কার ছদ্মনাম? -
(ক) জীবনানন্দ দাশ
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) ক্ষুদিরাম বসু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ মানুষের লালা গ্রন্থি সংখ্যা -
(ক) দুই জোড়া
(খ) তিন জোড়া
(গ) চার জোড়া
(ঘ) পাঁচ জোড়া
উত্তরঃ (খ) তিন জোড়া
প্রশ্নঃ বিক্রমাদিত্যের রাজসভায় জ্যোতিষশাস্ত্রজ্ঞ ও গণিতজ্ঞ পন্ডিতের নাম -
(ক) ভগভট্ট
(খ) আর্যভট্ট
(গ) শশাঙ্ক
(ঘ) বাণভট্ট
উত্তরঃ (খ) আর্যভট্ট
প্রশ্নঃ নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয় -
(ক) পডসল
(খ) কৃষ্ণমৃত্তিকা
(গ) লালমাটি
(ঘ) পলিমাটি
উত্তরঃ (ঘ) পলিমাটি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ