gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় -
(ক) ৭০০ খ্রিপূর্বাব্দে
(খ) ৭২৩ খ্রিপূর্বাব্দে
(গ) ৭৫৩ খ্রিপূর্বাব্দে
(ঘ) ৭৭৬ খ্রিপূর্বাব্দে
উত্তরঃ (ঘ) ৭৭৬ খ্রিপূর্বাব্দে
প্রশ্নঃ ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? -
(ক) গুজরাট
(খ) আসাম
(গ) উত্তরাখন্ড
(ঘ) ছত্তিশগড়
উত্তরঃ (ঘ) ছত্তিশগড়
প্রশ্নঃ মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায়? -
(ক) তামিলনাড়ুতে
(খ) হিমাচল প্রদেশে
(গ) গুজরাতে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তরঃ (ক) তামিলনাড়ুতে
প্রশ্নঃ রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র জমা দেন -
(ক) লোকসভার স্পিকার
(খ) উপ-রাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রীকে
(ঘ) প্রধান নির্বাচন কমিশনারকে
উত্তরঃ (খ) উপ-রাষ্ট্রপতি
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ প্রধানমন্ত্রী সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন? -
(ক) লাল বাহাদুর শাস্ত্রী
(খ) ভি পি সিং
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ (গ) জওহরলাল নেহেরু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ