gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ আশ্বিনের ঝড় ওঠে কোন্ রাজ্যে? -
(ক) ছত্রিশগড়
(খ) পশ্চিমবঙ্গে
(গ) রাজস্থান
(ঘ) হিমাচল প্রদেশ
উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গে
প্রশ্নঃ দোয়াব কথাটির অর্থ কি? -
(ক) দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ
(খ) দুটি সমুদ্রের মধ্যবর্তী স্থান
(গ) দুটি পর্বতের মধ্যবর্তী স্থলভাগ
(ঘ) দুটি হ্রদের মধ্যবরতী স্থান
উত্তরঃ (ক) দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ
প্রশ্নঃ প্রথম বাঙালি দাদা সাহাব ফালকে পুরষ্কার পেলেন কে? -
(ক) ছবি বিশ্বাস
(খ) উত্তম কুমার
(গ) তরুন কুমার
(ঘ) সৌমিত্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (ঘ) সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? -
(ক) গুরু গোবিন্দ সিংহ
(খ) গুরু তেগ বাহাদুর
(গ) গুরু অর্জুন
(ঘ) গুরু নানক
উত্তরঃ (ঘ) গুরু নানক
প্রশ্নঃ আকবরনামা বইটির রচয়িতা কে? -
(ক) জাহাঙ্গীর
(খ) ফিরদৌস
(গ) আবুল ফজল
(ঘ) আকবর
উত্তরঃ (গ) আবুল ফজল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ