gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 9
প্রশ্নঃ Child is the father of man কে বলেছেন? -
(ক) জন কীটস
(খ) লর্ড বায়রন
(গ) উইলিয়াম শেক্সপিয়র
(ঘ) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
উত্তরঃ (ঘ) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
প্রশ্নঃ সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? -
(ক) বলিভিয়াতে
(খ) ইজিপ্টে
(গ) বুলগেরিয়া
(ঘ) কিউবা
উত্তরঃ (খ) ইজিপ্টে
প্রশ্নঃ ভারতের শেষ নোবেল পুরষ্কার বিজয়ী কোন্ বিষয়ে নোবেল পান? -
(ক) অর্থনীতি
(খ) সাহিত্য
(গ) পদার্থবিদ্যা
(ঘ) রসায়ন
উত্তরঃ (ক) অর্থনীতি
প্রশ্নঃ আধুনিক শিল্পদানব বলা হয় কোন্ শিল্পকে? -
(ক) জাহাজ শিল্প
(খ) পেট্রোরাসায়নিক
(গ) মোটরগাড়ি নির্মান
(ঘ) লৌহ ইস্পাত
উত্তরঃ (খ) পেট্রোরাসায়নিক
প্রশ্নঃ পায়রার বায়ুথলির সংখ্যা কটি? -
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৯টি
(ঘ) ১১টি
উত্তরঃ (গ) ৯টি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ