LightBlog
gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 23-10-2021 Part 7
Type Here to Get Search Results !

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 23-10-2021 Part 7

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali Part 7


প্রশ্নঃ কোন্‌ ভিটামিনের অভাবে শিশুদের হাত  পা বেঁকে যায় এবং পায়রার মতো বুকের খাঁচা হয়? -

(ক) ভিটামিন E

(খ) ভিটামিন B2

(গ) ভিটামিন D

(ঘ) ভিটামিন A

উত্তরঃ (গ) ভিটামিন D


প্রশ্নঃ সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে -

(ক) ATP

(খ) ক্লোরোফিল

(গ) NADP

(ঘ) কার্বন - ডাই -অক্সাইড

উত্তরঃ (খ) ক্লোরোফিল


প্রশ্নঃ যে রাজা নিজেকে দেবনামপ্রিয়া ও প্রিয়দর্শী নামে ভুষিত করেছিলেন, তিনি হলেন -

(ক) সমুদ্রগুপ্ত

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ) অশোক

উত্তরঃ (ঘ) অশোক


প্রশ্নঃ বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন্‌ জায়গায় প্রশাসক ছিলেন -

(ক) মৎস্য

(খ) ইন্দ্রপ্রস্থ

(গ) উজ্জয়িনী

(ঘ) বৈশালী

উত্তরঃ (গ) উজ্জয়িনী


প্রশ্নঃ অশোকের পুত্র ও কন্যার নাম কি? -

(ক) কন্যা - সঙ্ঘামিত্রা, পুত্র - মহেন্দ্র

(খ) কন্যা - মাধবী, পুত্র - রাহুল

(গ) কন্যা - আন্নোজা, পুত্র - অন্তি

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) কন্যা - সঙ্ঘামিত্রা, পুত্র - মহেন্দ্র


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close