gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ পি ভি সিন্ধু কোন্ রাজ্যের বাসিন্দা? -
(ক) মানিপুর
(খ) রাজস্থান
(গ) হরিয়ানা
(ঘ) তেলেঙ্গানা
উত্তরঃ (ঘ) তেলেঙ্গানা
প্রশ্নঃ ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? -
(ক) ১৯১৮ সালে
(খ) ১৯২৮ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৩২ সালে
উত্তরঃ (খ) ১৯২৮ সালে
প্রশ্নঃ ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? -
(ক) আগ্রা
(খ) দিল্লি
(গ) ঔরঙ্গাবাদ
(ঘ) সেকেন্দ্রাবাদ
উত্তরঃ (ক) আগ্রা
প্রশ্নঃ রবিকীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? -
(ক) রাজেন্দ্র চোলদেব
(খ) প্রথম মহেন্দ্রবর্মন
(গ) দ্বিতীয় পুলকেশীর
(ঘ) তৃতীয় গোবন্দের
উত্তরঃ (গ) দ্বিতীয় পুলকেশীর
প্রশ্নঃ "সারে জহাঁ সে আচ্ছা" গানটির রচয়িতা কে -
(ক) সাহিব লুদিয়ানা
(খ) কাইফি আজমি
(গ) ইকবাল
(ঘ) গালিব
উত্তরঃ (গ) ইকবাল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ