gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 7
প্রশ্নঃ টরিসেলির শূন্য স্থানে কি থাকে? -
(ক) পারদ বাষ্প
(খ) জল
(গ) বাষ্প
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পারদ বাষ্প
প্রশ্নঃ শিখ খালসা কে স্থাপন করেছিলেন? -
(ক) গুরু হরগোবিন্দ
(খ) গুরু গোবিন্দ সিং
(গ) গুরু নানক
(ঘ) গুরু তেগ বাহাদুর
উত্তরঃ (খ) গুরু গোবিন্দ সিং
প্রশ্নঃ কোন্ আইন কালা আইন নামে পরিচিত? -
(ক) হান্টার অ্যাক্ট
(খ) অ্যাক্ট অফ
(গ) রাওলাট আইন
(ঘ) ইলবার্ট বিল
উত্তরঃ (গ) রাওলাট আইন
প্রশ্নঃ আলোকবর্ষ কিসের একক? -
(ক) আলোর তীব্রতা
(খ) আলো
(গ) দুরুত্ব
(ঘ) সময়
উত্তরঃ (গ) দুরুত্ব
প্রশ্নঃ লোকপ্রিয় গোপিনাথ বরদোলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে? -
(ক) মুম্বাই
(খ) গুয়াহাটি
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (খ) গুয়াহাটি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ