gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কী? -
(ক) শিপ
(খ) ঈগল
(গ) রোজ
(ঘ) লায়ন
উত্তরঃ (ঘ) লায়ন
প্রশ্নঃ দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? -
(ক) রাজশেখর বসু
(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) সতীনাথ ভাদুড়ী
উত্তরঃ (গ) মানিক বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ নীচের কোন্ নদীটির মোহনায় বদ্ব্বীপ নেই? -
(ক) গোদাবরী
(খ) মহানদী
(গ) গঙ্গা
(ঘ) তাপ্তী
উত্তরঃ (ঘ) তাপ্তী
প্রশ্নঃ কোন্ ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? -
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন C
(গ) ভিটামিন D
(ঘ) ভিটামিন B
উত্তরঃ (খ) ভিটামিন C
প্রশ্নঃ ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোন্টি? -
(ক) গোয়া
(খ) তেলেঙ্গানা
(গ) মহারাষ্ট্র
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ