gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? -
(ক) জায়মান হাইড্রোজেন
(খ) ক্যালসিয়াম কার্বনেট
(গ) ম্যাগনেশিয়াম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ক্যালসিয়াম কার্বনেট
প্রশ্নঃ রান্না প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় কারণ? -
(ক) কম উষ্ণতা জল তাড়াতাড়ি ফোটে
(খ) বাষ্প দ্রুত খাবার রান্না করে
(গ) বাষ্প নষ্ট হয় না
(ঘ) বর্ধিত চাপ স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়
উত্তরঃ (ঘ) বর্ধিত চাপ স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়
প্রশ্নঃ সরীসৃপের অধ্যায়নকে কি বলা হয়? -
(ক) ইচথিয়োলজি
(খ) ম্যামালজি
(গ) এন্টোমলজি
(ঘ) হারপেটোলজি
উত্তরঃ (ঘ) হারপেটোলজি
প্রশ্নঃ আবুল কালাম কবে ভারতরত্ন পুরষ্কার পান? -
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৯০ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৯৭ সালে
উত্তরঃ (ঘ) ১৯৯৭ সালে
প্রশ্নঃ হাইড্রোলিক ব্রেক কোন্ নীতির উপর কাজ করে? -
(ক) আর্কিমিডিসের সূত্র
(খ) বার্নোলির উপপাদ্য
(গ) পাস্কালের সূত্র
(ঘ) টরিসেলির সূত্র
উত্তরঃ (গ) পাস্কালের সূত্র
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes


একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ