gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali Part 5
প্রশ্নঃ "বিষের বাঁশি" কাব্যগ্রন্থটি কার লেখা? -
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) ববীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? -
(ক) গুয়াহাটি
(খ) পুণা
(গ) পাটনা
(ঘ) পুসা
উত্তরঃ (ঘ) পুসা
প্রশ্নঃ কোন্ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে? -
(ক) করমন্ডল উপকূল
(খ) কন্যাকুমারী
(গ) থাঞ্জাভুর
(ঘ) মাদ্রাজ
উত্তরঃ (গ) থাঞ্জাভুর
প্রশ্নঃ রামন ম্যাগসাই পুরষ্কার নামকরণ হয়েছে কোন্ দেশের প্রাপ্তন রাষ্ট্রপতির নামানুসারে? -
(ক) জাপান
(খ) থাইল্যান্ড
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ফিলিপাইনস
উত্তরঃ (ঘ) ফিলিপাইনস
প্রশ্নঃ কেন্দ্রীয় পাট গবেষনাগার কোথায় অবস্থিত? -
(ক) জয়পুর
(খ) ব্যারাকপুর
(গ) নাগপুর
(ঘ) দিল্লী
উত্তরঃ (খ) ব্যারাকপুর
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ