LightBlog
Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package History Part 3
Type Here to Get Search Results !

Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package History Part 3

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

পরিবেশ ও ইতিহাস

অষ্টম শ্রেণি


১১. মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের। মানিচিত্রে চিহ্নিত অঞ্চলগুলি নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কীসের নির্দেশক?

(ক) ব্রিটিশ - অধিকৃত অঞ্চল

(খ) মারাঠা - অধিকৃত অঞ্চল

(গ) দেশীয় রাজ্য সমূহ

(ঘ) পোর্তুগিজ অধিকৃত অঞ্চল

উত্তরঃ (ক) ব্রিটিশ - অধিকৃত অঞ্চল


১২. মানচিত্রটি ১৮৫৭-র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোন্‌টি?

(ক) দিল্লি

(খ) মিরাট

(গ) বেরেলি

(ঘ) ব্যারাকপুর

উত্তরঃ (ঘ) ব্যারাকপুর


১৩. ১৯৬৯ খ্রিষ্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধান্সব রয়েছে। বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ -

(ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন

(খ) মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হন

(গ) রাজ্যপাল দ্বারা মনোনীত হন

(ঘ) বিশেষ অধিকার প্রাপ্তদের ভোটে নির্বাচিত হন

উত্তরঃ (ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন


১৪. নীচে দেওয়া কোন্‌ কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত নয়?

(ক) ঔপনিবেশিক অরণ্য আইন

(খ) জমিদার, মহাজনদের শোষণ

(গ) উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ

(ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ

উত্তরঃ (ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ


১৫. ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল -

(ক) ভারতে পাশ্চত্য শিক্ষার প্রসার ঘটানো

(খ) সিভিল সার্ভেন্টারদের প্রশিক্ষণ দেওয়া

(গ) প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো

(ঘ) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো

উত্তরঃ (ক) ভারতে পাশ্চত্য শিক্ষার প্রসার ঘটানো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close