LightBlog
Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 5
Type Here to Get Search Results !

Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 5

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

বাংলা

অষ্টম শ্রেণি


ভাগ ৫ - নীচে দেওয়া অংশটি পড়ো :


'বাংলার মাটি, বাংলার জল' - এই কবিতাটি মন্ত্রের মতো। পুন্য হউক, পুণ্য হউক অথবা সত্য হউক সত্য হউক, কিংবা এক হউক, এই কথাগুলির বারবার উচ্চারণের ফলে বিচ্ছেদে বিচ্ছেদে জর্জর আমাদের এই মধ্যবিত্ত জীবনে কোথাও একটা আশা জেগে ওঠে। খুব ভেতরকার একটা আশা। আমি, তুমি, ও, আমরা সবাই তো কোথাও একটা মিলতে চাই। নইলে কেন গান শুনি? কবিতা পড়ি কেন? কেন নাটক বা ছবি দেখতে যাই? এই গানটির মধ্যে এক হবার মন্ত্র এত সহজ বিশ্বাসে, এত জোরের সঙ্গে বলা আছে যাতে, যে মেলামেশা জীবনে কখনও সম্ভব হল না, বন্ধু-পরিজনের সঙ্গে যে বিচ্ছেদ পার হওয়া বাস্তবে কখনও হবে না - তারা যেন রবীন্দ্রনাথের লেখা এই স্তবের মধ্যে এসে সত্যি সত্যি সম্ভব হয়ে উঠল। মিলেমিশে থাকবার যে বাসনা সংসারের সবার মধ্যেই ছিল, কিন্তু যে থাকাটা হল না, হয়নি, সেইটাই যেন গানের মধ্যে দিয়ে জেগে উঠল আর তখনই সমস্ত পৃথিবী বিরাট, স্বচ্ছ আর ভালোবাসাময় বলে মনে হয়। এই হল সেই সৌন্দর্য, যার সামনে এলে চোখে জল আসে। গায়ে কাঁটা দেয়।

     তা ছাড়া, এই কবিতা একই সঙ্গে সুরে সুরে উচ্চারিত হবার কবিতা। শান্তিনিকেতনের রাস্তায় যাঁরা হাঁটতে হাঁটতে এ গান গাইছিলেন সে-দিন, তাঁদের চোখও শুকনো ছিল কি? যে মিলনের দেশে যেতে চাই, কিন্তু পারি না, সেখানে হঠাৎ পৌঁছে যাবার আনন্দই এই অশ্রু। পন্ডিত রবিশঙ্কর বলেছেন তাঁর গুরু ওস্তাত আলাউদ্দিন সম্পর্কে : 'তামিল দেবার সময় বাবা সরোদ ধরে কাঁদতেন, আমি সেতার ধরে কাঁদতাম।' অর্থাৎ গুরু-শিষ্যের মধ্যে সুর দিয়ে একটি স্বর্গ তৈরি হত। মিলন-স্বর্গ। আমাদের এই 'বাংলার মাটি, বাংলার জল' গানটির মধ্যে সেই স্বর্গ আছে।


নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।


21. 'বাংলার মাটি, বাংলার জল' গানটি লিখেছেন

A) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

B) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

C) রবীন্দ্রনাথ ঠাকুর

D) সুরেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ C) রবীন্দ্রনাথ ঠাকুর


22. পন্ডিত রবিশঙ্কর

A) প্রখ্যাত সরোদবাদক

B) প্রখ্যাত সেতারবাদক

C) প্রখ্যাত হারমোনিয়ামবাদক

D) প্রখ্যাত তবলাবাদক

উত্তরঃ A) প্রখ্যাত সরোদবাদক


23. নীচের যে পদটি অব্যয় পদ নয়

A) যেন

B) কিন্তু

C) যার

D) সঙ্গে

উত্তরঃ D) সঙ্গে


24. 'অশ্রু' শব্দের বিশেষনের রূপ

A) অশ্রুজল

B) অশ্রুবারি

C) সাশ্রু

D) অশ্রুনীর

উত্তরঃ A) অশ্রুজল


25. 'প্রশংসা' শব্দের যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে

A) মন্ত্র

B) স্তব

C) ভালোবাসাময়

D) পুণ্য

উত্তরঃ B) স্তব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close