LightBlog
Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Life Science Part 5
Type Here to Get Search Results !

Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Life Science Part 5

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণি


২১. খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে -

(ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ

উত্তরঃ (ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ


২২. এমটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রী কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে -

(ক) 35 ডিগ্রী

(খ) 45 ডিগ্রী

(গ) 55 ডিগ্রী

(ঘ) 65 ডিগ্রী

উত্তরঃ (গ) 55 ডিগ্রী


২৩. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো : লোহ 1530 ডিগ্রী সেলসিয়াস, গ্যালিয়াম 29.8 ডিগ্রী সেলসিয়াস, পারদ -39 ডিগ্রী সেলসিয়াস, সোনা 1063 ডিগ্রী সেলসিয়াস। এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো -

(ক) লোহা

(খ) সোনা

(গ) পারদ

(ঘ) গ্যালিয়াম

উত্তরঃ (ঘ) গ্যালিয়াম


২৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H), Cu। তাহলে নীচের কোন্‌ ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?

(ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগা করলে

(খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে

(গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে

(ঘ) জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে

উত্তরঃ (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগা করলে


২৫. কোন্‌টা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?

(ক) একই মৌলের সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন

(খ) ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে ভিন্ন

(গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরলানুপাতে যুক্ত হয়

(ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে

উত্তরঃ (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close