LightBlog
Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 4
Type Here to Get Search Results !

Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 4

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

বাংলা

অষ্টম শ্রেণি


ভাগ ৪ - নীচে দেওয়া অংশটি পড়ো :


ঈশ্বরচন্দ্র গুপ্ত


ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

     তিনি বাঙালি কবিয়াল-রচনারীতির শেষ কবি এবং বিভিন্ন বিষয় অবলম্বনে খন্ডকবিতা রচনার প্রবর্তন। উন্মুক্ত প্রাঙ্গণে জনসাধারণের মধ্যে কবিতাপাঠের প্রবর্তনও তিনি করেন। বাল্যে শিক্ষায় অমনোযোগী ছিলেন কিন্তু মুখে মুখে সঙ্গীত-রচনার ক্ষমতা ছিল এবং গ্রামের কবি ও ওস্তাদের দলে গান বেঁধে দিতেন। দশ বছর বয়সে মাতৃবিয়োগ ঘটলে কলিকাতায় মাতুলালয়ে এসে বাস করতে থাকেন। ব্যঙ্গাত্মক কবিতা-রচনায় বিখ্যাত হয়েছিলেন। সে যুগের কোন লোকই গুপ্ত কবির বিদ্রুপ থেকে রেহাই পান নি। সাধারণ মানুষের ভাষায় কাব্য রচনা করে তিনি কবিপ্রসিদ্ধি লাভ করেন। সাংবাদিকতায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন। ১৮৩১ খ্রিস্তাব্দের ২৮ জানুয়ারি যোগেন্দ্র ঠাকুরের সহযোগিতায় 'সংবাদ প্রভাকর' সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। কালক্রমে বহু ঘটনার পর ১৮৩৯ খ্রিস্তাব্দের ১৪ জুন এই পত্রিকাই বাংলা দৈনিকরূপে প্রকাশিত হয়। এ ছাড়াও 'পাষন্ডপীড়ন', 'সংবাদ রত্নাবলী', সংবাদসাধুরঞ্জন' এবং আরও তিনটি প্রকাশ ও সম্পাদনা করেন। গৌরীশঙ্কর ভট্টাচার্যের 'রসরাজ' পত্রিকার সঙ্গে কবিতাযুদ্ধ চালাবার জন্যই তিনি 'পাষন্ডপীড়ন' পত্রিকা প্রকাশ করেন। তাঁর অন্যতম সাহিত্যকীর্তি রামপ্রসাদ সেন, রামনিধি গুপ্ত, রামমোহন বসু, নিত্যানন্দ দাস বৈরাগী, হরঠাকুর, নৃসিংহ, লক্ষ্মীকান্ত বিশ্বাস প্রভৃতি বিভিন্ন সভা-কবির ও পাঁচালীকারের রচনা সংগ্রহ ও প্রকাশ। 'বোধেন্দুবিকাস' নাটকে ভাষা ও ছন্দে তাঁর দক্ষতার প্রমাণ সুস্পষ্ট। বাংলা সাহিত্যে তিনি যুগসন্ধির কবি বলে সুপরিচিত। তাঁর কাব্য স্বকীয়তার বৈশিষ্ট্যে উজ্জ্বল। ১৮২৯ খ্রিস্টাব্দে থেকে তাঁকে সামাজিক আন্দোলনে নব্যদের সাথী হতে দেখা যায়। তত্ত্ব্ববোধিনী সভা ও হিন্দু থিয়ফিলানথ্রপিক সভার সঙ্গেও তাঁর সক্রিয় যোগাযোগ ছিল। বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নতি - বিষয়ক আন্দোলনের সমর্থন করতেন ও নিপীড়িত জনসাধারণের জনসাধারণের প্রতি সহানুভূতিশীল ছিলেন।


নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।


16. ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয়

A) ১৮১৫ খ্রিস্টাব্দে

B) ১৮২২ খ্রিস্টাব্দে

C) ১৮৩১ খ্রিস্টাব্দে

D) ১৮৩৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ B) ১৮২২ খ্রিস্টাব্দে


17. কবিপ্রসিন্ধি শব্দের অর্থ

A) প্রাচীন কবি

B) কবির কল্পনা

C) কবি হিসেবে খ্যাতি

D) কবিত্বময়

উত্তরঃ C) কবি হিসেবে খ্যাতি


18. যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয়, তার নাম

A) রসরাজ

B) সংবাদ প্রভাকর

C) সংবাদ রত্নাবলী

D) সংবাদ সাধুরঞ্জন

উত্তরঃ B) সংবাদ প্রভাকর


19. 'পাষন্ডপীড়ন' পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল

A) বিভিন্ন বিষয় অবলম্বনে লিখিত খন্ডকবিতা প্রকাশ করা

B) ব্যঙ্গ কবিতার রচনা করা

C) 'রসরাজ' পত্রিকার সঙ্গে কবিতাযুদ্ধের অবতীর্ণ হওয়া

D) বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নতি-বিষয়ক সংবাদ পরিবেশন করা

উত্তরঃ C) 'রসরাজ' পত্রিকার সঙ্গে কবিতাযুদ্ধের অবতীর্ণ হওয়া


20. 'অমনোযোগী' শব্দের ব্যাসবাক্যটি হবে

A) নয় মনোযোগী

B) মনোযোগের অভাব

C) অতিশয় মনোযোগী

D) মনের যোগ নেই, এমন

উত্তরঃ A) নয় মনোযোগী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close