বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পরিবেশ ও ইতিহাস
অষ্টম শ্রেণি
৬. সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরশলিঙ্গম পান্তুলুর কর্মকান্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়।
(ক) দুজনেই সংস্কৃত ভাষাচর্চার প্রসিন্ধি ঘটিয়েছিলেন।
(খ) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন।
(গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
(ঘ) দুজনেই সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।
উত্তরঃ (গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
৭. পরিবারের কোনো মহিলা যদি নিপীড়নের শিকার হন, তাহলে তিনি নীচে দেওয়া কোন্ আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন?
(ক) পারিবারিক হিংসারোধ আইন - ২০০৫
(খ) শিক্ষার অধিকার আইন - ২০০৯
(গ) অথ্য জানার অধিকার আইন - ২০০৫
(ঘ) তথ্য প্রযুক্তি আইন - ২০০০
উত্তরঃ (ক) পারিবারিক হিংসারোধ আইন - ২০০৫
৮. বিধান্সভার সদস্যদের মেয়াদ সাধারণত -
(ক) তিন বছর
(খ) পাঁচ বছর
(গ) ছয় বছর
(ঘ) দশ বছর
উত্তরঃ (খ) পাঁচ বছর
৯. মানচিত্রটি ঔপনিবেশিক ভারতে ভূমি-রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত
অঞ্চলে কোন্ ভূমি-রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল?

(ক) রায়তওয়ারি বন্দোবস্ত
(খ) মহলওয়ারি বন্দোবস্ত
(গ) চিরস্থায়ী বন্দোবস্ত
(ঘ) তালুকদারি বন্দোবস্ত
উত্তরঃ (গ) চিরস্থায়ী বন্দোবস্ত
১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে --
(ক) দুটি স্তর
(খ) তিনটি স্তর
(গ) চারটি স্তর
(ঘ) পাঁচটি স্তর
উত্তরঃ (খ) তিনটি স্তর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ