বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম শ্রেণি
১৬. সমান ভরের দুটি বস্তুকাণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো -
(ক) 3 গুণ
(খ) 4 গুণ
(গ) 9 গুণ
(ঘ) 36 গুণ
উত্তরঃ (গ) 9 গুণ
১৭. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরসস্পরকে -
(ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
(ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
উত্তরঃ (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো -
(ক) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান
(খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
(গ) ডুবে-যাওয়া লোহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম
(ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনো উর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি
উত্তরঃ (খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
১৯. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন্ বিবৃতি ঠিক নয়?
(ক) উপাদানের প্রকৃতির ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্বর করে না
(ঘ) আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্রাম ডিগ্রী সেলসিয়াস
উত্তরঃ (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্বর করে না
২০. নীচের কোন্ পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?
(ক) চিনি
(খ) মোম
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) কঠিন কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ (ঘ) কঠিন কার্বন ডাই অক্সাইড
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ