বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
বাংলা
অষ্টম শ্রেণি
ভাগ ৩ - নীচে দেওয়া অংশটি পড়ো :
দশাবতার তাস
বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ফৌজদার রাজ উপাধি প্রাপ্ত সূত্রধর শিল্পীরা পটচিত্র, চালচিত্র ও রথচিত্র অঙ্কন ছাড়াও তৈরি করতেন দশাবতার তাস। দশাবতার তাসের একশো কুড়িটার নমুনা যদি এক জায়গায় সাজিয়ে রাখা হয়, তাহলে তা রঙে ও রূপে এবং তার অংকন সৌন্দর্যে একান্তই বিমোহিত হতে হয়।
বিষ্ণুপুরের দশাবতার তাসের আকৃতি গোলাকার। ব্যাস চার থেকে সাড়ে চার ইঞ্চির মতো। বাংলায় বিষ্ণপুর ছাড়া অন্য কোথাও দশাবতার তাস তৈরি হয় না। মীন, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, দশরথ, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ স্থানে জগন্নাথ ও কল্কি এই দশ অবতারের রূপ ও তাদের প্রতীকই হল এ তাসের শ্রেণি বা রঙের বিন্যাস। প্রত্যেক শ্রেণিতে বারোটি তাস ধরে মোট তাসের সংখ্যা দাঁড়ায় একশো কুড়ি। এ তাসের দশটি রং ও একশো কুড়িটি তাসের সমবায়ে বিবিধ নিয়মকানুন অনুযায়ী তাসের খেলাটি বেশ জটিল। এ তাস তৈরির পদ্ধতিটি সরল। পুরোনো কাপড় তেঁতুল বিচির আঠা দিয়ে কয়েক ভাঁজ পুরু করে জুড়ে নেওয়া হয়। এবার তা শুকিয়ে গেলে তার দু-পিঠে খড়িমাটির প্রলেপ দিয়ে জমি প্রস্তুত করা হয়। তারপর মসৃণ পাথর দিয়ে ঘসে দু-পিঠ সমতল করা হয়। এবার জমিন তৈরি হয়ে গেলে নির্ধারিত মাপের গোল চাকতি করে কেটে নেওয়া হয় এবং রং-তুলি দিয়ে তার ওপর অবতারদের ছবি ও প্রতীকগুলি নানান রং দিয়ে আঁকা হয়। আঁকা শেষ হলে উল্টো পিঠে গালা ও মেটে সিঁদুরের প্রলেপ লাগানো হয়। তাসের ওপরে রং ও রূপরেখার এই সম্মিলিত প্রয়োগে প্রথাগত তাসগুলি বাংলার লোকচিত্রের এক আশ্চর্য নমুনা।
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।
11. বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র
A) বেনাচিতিতে
B) বোওপুরে
C) বেলুড়ে
D) বিষ্ণুপুরে
উত্তরঃ D) বিষ্ণুপুরে
12. দশাবতার তাসে মোট তাসের সংখ্যা
A) ১০টি
B) ১২টি
C) ১৩টি
D) ১২০টি
উত্তরঃ D) ১২০টি
13. দশাবতার তাস তৈরির মূল উপাদানটি হলো
A) সিঁদুর
B) গালা
C) পাথর
D) কাপড়
উত্তরঃ D) কাপড়
14. বিষ্ণুর দশ অবতারে যাঁর নাম নেই
A) বরাহ
B) পরশুরাম
C) দশরথ
D) কল্কি
উত্তরঃ D) কল্কি
15. 'নৃসিংহ' শব্দের ব্যাসবাক্যটি হবে
A) মানুষও নয় সিংহও নয়
B) নৃ অথচ সিংহ
C) সিংহ মানুষের ন্যায়
D) নরশ্রেষ্ঠ যিনি
উত্তরঃ C) সিংহ মানুষের ন্যায়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ