LightBlog
Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 2
Type Here to Get Search Results !

Class 8 Model Activity Task Combined MCQ Adaptation Package Bengali Part 2

 বহুবকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

বাংলা 

অষ্টম শ্রেণি


ভাগ ২ - নীচে দেওয়া অংশটি পড়ো :


দুঃখের বিষয়, ঘরবাড়ি আর কলকারখানার বাড়বৃদ্ধি সত্ত্বেও সেসব বাগানের যাওয়া দু একটা টিকে ছিল, তাও আজ সব সাফ হয়ে যাচ্ছে। শহরের শ্রীবৃদ্ধি আর সম্প্রসারণের দরুন জমির দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যতই আকাশছোঁয়া হচ্ছে, ততই পটাপট গাছ হাওয়া হয়ে যাচ্ছে। যে আমগাছ ছিল লোকের চোখের মণি, আজ হয় তা নেই, নয় জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে তাদের দেখবার কেউ নেই। তাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে 'বান্ধা' (লোরান্সাস) পরগাছা। কবে লুটেরাদের কুড়ুলের কোপ পড়বে, তারা আছে তার অপেক্ষায়। পশুপাখির যেসব ডাক স্কুলছুটির দিনগুলোর কথা আমাদের মনে পড়িয়ে দেয়, 'সত্যতা'র নিষ্ঠুর রাহুগ্রাসে প'ড়ে তার অধিকাংশই আজ একের পর এক স্তব্ধ হয়ে গেছে। সন্ধেবেলায় শুরু হয়ে রাতভর শোনা যেত যে শেয়ালের ডাক, যা আমার চেম্বুরের স্মৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, সেই বহুপরিচিত ডাক বহু বছর আগেই লোপ পেয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে সেই হায়েনারা, সেকালেও যাদের দেখা পাওয়া যেত কালেভদ্রে। আজ আর তাদের চিহ্নমাত্র নেই। ভোরবেলায় আধো ঘুমে আধো জাগরণে নরম বিছানায় যখন আমরা আড়ামোড়া ভাঙতাম, তখন কানে মধু ঢেলে দিত দোয়েলের উদাত্ত কন্ঠস্বর। এটা আমার পক্ষিবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি। যখন যেখানে থাকি, দোয়েলের গান শুনলেই অমনি আমার চেম্বুরের সেই নিরুদ্বেগ স্কুলছুটির দিনগুলো মনে পড়ে যায়।


নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।


6. লেখকের মনঃকষ্টের কারণ

A) জমির ক্রমবর্ধমান দাম

B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান

C) বিদ্যালয় জীবনের স্মৃতিকাতরতা

D) নাগরিক সভ্যতার ক্রমবিকাশ

উত্তরঃ B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান


7. সন্ধ্যা > সন্ধে

ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষ্যণীয়

A) সমীভবন

B) স্বরসংগতি

C) অপিনিহিতি

D) ব্যঞ্জনসঙ্গতি

উত্তরঃ A) সমীভবন


8. 'এটা আমার পক্ষিবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি।' 

স্মৃতিটি হলো

A) কালেভদ্রে দেখা পাওয়া হায়েনা

B) ভোরবেলা দোয়েলের ডাক

C) সন্ধ্যাবেলা শুরু হয়ে রাতভর শোনা শেয়ালের ডাক

D) নিরুদ্বেগ স্কুলছুটির দিনগুলো

উত্তরঃ B) ভোরবেলা দোয়েলের ডাক


9. রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে

A) চেন্নাই

B) চাকদহ

C) চেম্বুর

D) চেতলা

উত্তরঃ C) চেম্বুর


10. 'চোখের মণি' কথাটির বিশেষ অর্থ হলো

A) চক্ষুশূল

B) দামি

C) মোহ

D) প্রিয়

উত্তরঃ D) প্রিয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close