বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ভূগোল
দশম শ্রেণি
৭. নীচের কোন্টি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
(ক) ভূতাপশক্তি
(খ) পশুবর্জ্য
(গ) সূর্যালোক
(ঘ) জোয়ারভাটা
উত্তরঃ (খ) পশুবর্জ্য
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো
(ক) কার্পাসবয়ন শিল্প
(খ) পেট্রোরাসায়নিক শিল্প
(গ) লৌহ-ইস্পাত শিল্প
(ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তরঃ (গ) লৌহ-ইস্পাত শিল্প
৯. কোন্ দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
(ক) মুম্বাই ও চেন্নাই
(খ) বারাণসী ও কন্যাকুমারী
(গ) শিলচর ও সুরাট
(ঘ) দিল্লি ও কলকাতা
উত্তরঃ (খ) বারাণসী ও কন্যাকুমারী
১০. দেশভাগের জন্য সরাসরি কোন্ শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
(ক) পাট শিল্প
(খ) রেশম শিল্প
(গ) চা শিল্প
(ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তরঃ (ক) পাট শিল্প
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন্ যানবানটি সবচেয়ে পরিবেশবান্ধব?
(ক) দাঁড় টানা নৌকা
(খ) উড়োজাহাজ বা এরোপ্লেন
(গ) ব্যক্তিগত গাড়ি
(ঘ) বাস
উত্তরঃ (ক) দাঁড় টানা নৌকা
১২. তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো, তাহলে তুমি আছো
(ক) দক্ষিণ ভারতে
(খ) পূর্ব ভারতে
(গ) উত্তর ভারতে
(ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ (ক) দক্ষিণ ভারতে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ