বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ইতিহাস
দশম শ্রেণি
৭. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
(ক) জমি অধিগ্রহনের দাবিতে
(খ) খাজনা হ্রাসের দাবিতে
(গ) মজুরি বৃদ্ধির দাবিতে
(ঘ) ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য
উত্তরঃ (খ) খাজনা হ্রাসের দাবিতে
৮. বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন্ কোন্ আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহন লক্ষ্য করা গিয়েছিল? -
(i) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(ii) অহিংস অসহযোগ আন্দোলন
(iii) আইন অমান্য আন্দোলন
(iv) ভারতছাড়ো আন্দোলন
(ক) i, ii ঠিক
(খ) i, ii, iii ঠিক
(গ) i, ii ভুল
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (খ) i, ii, iii ঠিক
৯. উনিশ শতককে 'সভাসমিতির' যুগ বলে অভিহিত করা হয়। কারণ এসময় -
(ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে
(খ) রাজনৈতিক আন্দোলনের প্রসার ঘটে
(গ) বৃহত্তর আন্দোলন গড়ে ওঠে
(ঘ) জাতীয়তাবাদের প্রসার ঘটে
উত্তরঃ (ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে
১০. গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন -
(i) ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য
(ii) বাঙালি বাবু সমাজের সমাচোলনার জন্য
(iii) চিত্রশিল্পের উৎকর্ষ শাসনের জন্য
(iv) সাংস্কৃতিক বিকাশের জন্য
(ক) i,ii ঠিক
(খ) i, ii, iii ঠিক
(গ) i, ii ভুল
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (ক) i,ii ঠিক
১১. দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনের সবচেয়ে বড়ো ছিল -
(ক) কাশ্মীর
(খ) জুনাগড়
(গ) হায়দ্রাবাদ
(ঘ) ত্রিবাঙ্কুর
উত্তরঃ (গ) হায়দ্রাবাদ
১২. রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রিঃ) গঠন করা হয়েছিল -
(ক) রাজ্যগুলির অভ্যন্তরীণ উন্নতির জন্য
(খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য
(গ) স্বায়ত্তশাসন দানের জন্য
(ঘ) সুষ্ঠু নির্বাচনের জন্য
উত্তরঃ (খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ