বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
বাংলা
দশম শ্রেণি
ভাগ ৪ - নীচে দেওয়া অংশটি পড়ো :
চতুর্থশ শতকের মাঝামাঝি ইউরোপ যে মোটামুটিভাবে চশমার সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল সে বিষয়ে সন্দেহ নেই। ১৩৫২ সালের একটি পুঁথির অলংকরণে দেখা যায় একজন যাজকের চোখে চশমা, আর তাঁর সামনে খোলা রয়েছে একটি ধর্মগ্রন্থ। তার মানে এই নয় যে চশমা সেদিন রাম-শ্যাম-যদু ওরফে টম-ডিক-হ্যারি, সকলের চোখে। প্রথম দিকে চশমা অবশ্যই শস্তা ছিল না। পুঁথি ও পড়ুয়ার সংখ্যাও ছিল বেশ কম। চশমা, বলতে গেলে তখন রীতিমতো এক মহার্ঘ বিলাসদ্রব্য। চশমার ব্যবহার ধীরে ধীরে সর্বজনীন হয়ে ওঠে। আসলে ছাপাখানার আবির্ভাবের পর, ইউরোপের প্রথম মুদ্রিত বই গুটেনবার্গের বাইবেল প্রকাশিত হয় পঞ্চদশ শতকের মাঝামাঝি। তার এক দশকের মধ্যেই দেখা যায় চশমা পৌঁছে গেছে স্ট্রাসবুর্গে, পরবর্তী দশকে নুরেমবার্গে, - পরের শতকের মাঝামাঝি ফ্রাঙ্কফুর্টে এবং তারপর ক্রমে ইউরোপময়। সপ্তদশ শতকে ইংল্যান্ডের হাটে-বাজারে যাঁরা চশমা ফেরি করতেন, তাঁরা হাঁক দিতেন - "শস্তা! শস্তা! ইউরোপিয়ান চশমা!"
যখন চশমা ছিল না তখন ক্ষীণদৃষ্টি পাঠকের মনের ক্ষুধার তৃপ্তির জন্য নির্ভর করতে হত অন্যের উপর। প্রাচীন গ্রিস এবং রোমে অসহায় প্রভুকে বই পড়ে শোনাতেন ক্রীতদাসরা। শুধু চশমার অভাব নয়, মধ্যযুগের পৃথিবীতে পড়ুয়ার অন্য সমস্যাও ছিল। যাঁদের দৃষ্টিশক্তি যথেষ্ট, তাঁদের পক্ষেও রাত্রে লেখাপড়া করা সহজ ছিল না। শুধু লেখাপড়া কেন, সূর্যাস্তের পর সব কাজই কঠিন। তা ছাড়া, শীতে সূর্যের আলোরও বড়ই অভাব। সুতরাং,সকলেই সব কাজ সারার চেষ্টা করতে হত দিনের বেলায়। কারণ রাত্রে, মোমবাতি ছাড়া অন্য কোনও আলো নেই। মোম শস্তা নয়। মোম অসাবধানের ফলে বিপর্যয়ও ডেকে আনতে পারে। তেলের আলো ইউরোপ পেয়েছে উনিশ শতকের শেষ দিকে। গ্যাস-বাতি আরও পরে। সুতরাং, কালিদাস কিংবা শেক্সপিয়ার, রাত্রে যদি ওঁরা কিছু লিখে থাকেন তবে অবশ্যই তা লিখতে হয়েছে অনুজ্জ্বল আলোতে। অন্যভাবে বললে মায়াবি-আঁধারি পরিবেশে।
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।
16. ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল
A) দ্বাদশ শতকে
B) ত্রয়োদশ শতকে
C) চতুর্দশ শতকে
D) পঞ্চদশ শতকে
উত্তরঃ C) চতুর্দশ শতকে
17. চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল
A) সন্দেহজনক বস্তু
B) বিলাসদ্রব্য
C) খেলনা সামগ্রী
D) শুধু রাজ পরিবারের জন্য
উত্তরঃ B) বিলাসদ্রব্য
18. প্রাচীন গ্রীস ও রোমে ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন
A) তার ছাত্ররা
B) তার শিষ্যরা
C) ক্রীতদাসরা
D) গ্রন্থাগারের কর্মিরা
উত্তরঃ C) ক্রীতদাসরা
19. প্রথম যুগে রাতে পড়াশোনার করতে হতো
A) মোমের আলোয়
B) তেলের আলোয়
C) গ্যাসের আলোয়
D) চাঁদের আলোয়
উত্তরঃ A) মোমের আলোয়
20. 'চশমা' শব্দটি একটি
A) ফরাসি শব্দ
B) তুর্কি শব্দ
C) সংস্কৃত শব্দ
D) দেশি শব্দ
উত্তরঃ A) ফরাসি শব্দ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ