বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ঃ পরিচিতি ও অনুশীলন
বাংলা
দশম শ্রেণি
ভাগ ৩ - নীচে দেওয়া অংশটি পড়ো ঃ
পুতুলের কারিগর আর তাদের খেলা দেখান যাঁরা তাঁদের পুতুল-নাচিয়ে বলা হয়। এঁদের কাহিনী প্রণয়নে আর পুতুলদের দিয়ে খেলা দেখানোয় বিশেষ নিপুণ হওয়া দরকার। একজন পুতুল-নাচিয়ে বহু রকমের খেলা দেখাতে পারেন।
পুতুল-নাচিয়ে ধীরে ধীরে মানুষের মনের কথা আর অন্তরের ভাব বুঝবার চেষ্টা করবেন। পুতুল-নাচের খেলা দেখানো থেকে কেবলমাত্র পুতুল-নাচিয়েই শেখেন তা নয়, দর্শকরাও এ থেকে কত কি শিক্ষা লাভ করেন তার ইয়ত্তা নেই।
দেখা আর শোনার সঙ্গে সঙ্গে দর্শক শিক্ষা লাভ করেন, তাই এ কথা বলা খুবই সঠিক হবে যে পুতুল-নাচ শিক্ষাদানের একটি খুব উপযোগী দৃশ্য-শ্রব্য (Audio-Visual) সাধনও বটে।
যুগ যুগ ধরে ধর্মপ্রচারকেরা পুতুল-নাচের ভিতর দিয়ে ধর্ম কথা আর উপদেশ মানুষের মনে পৌঁছে দিয়েছেন। পুতুলের অভিনয় আর গল্পের ভিতর দিয়ে আজ একজন নিরক্ষর ধর্মগ্রন্থের মর্ম শিখতে পারেন। তার উপর আজকের যুগ বিজ্ঞানের যুগ। পুতুল-নাচের সাহায্যে আজকাল বিজ্ঞানের কথাগুলি অনেক সহজে মানুষকে বলা সম্ভব হচ্ছে।
পুতুল-নাচের রঙ্গমঞ্চ স্বাস্থ্য, কৃষি, সাক্ষরতা, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষাদানে আশ্চর্যজনক সাফল্য আনতে পারে। এমন কোনো বিষয়ই নেই যা কিনা এই ক্ষুদে ক্ষুদে পুতুলদের দিয়ে না শেখানো যায়। এই পুতুলেরা নাচে, গায়, আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবার রাগে ঠিকরে পড়ে - কিন্তু তার সকল অভিব্যক্তিই সমাজের কল্যাণ আর তার ভিতর থেকে পরিবর্তন আনার চেষ্টা করে থাকে।
যে মুহুর্তে পুতুলগুলির রঙ্গমঞ্চে আবির্ভাব হয়, তারা নাচতে, অভিনয় করতে শুরু করে, অমনি বহুদিনের সংকীর্ণতা আর অন্ধ ধারণার আবদ্ধ কবাটগুলি একে ভেঙে পড়ে। নরনারীর হৃদয় তাকে স্বাগত করে নেওয়ার জন্য প্রস্তুত হয়।
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।
11. পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয় -
A) ভোজবাজি
B) গল্প রচনা
C) আলোর মায়াজাল
D) অভিনয়
উত্তরঃ D) অভিনয়
12. পুতুল নাচের মাধ্যমে -
A) ধর্মশিক্ষা দেওয়া হয়
B) লোকশিক্ষা দেওয়া হয়
C) জটিল বিষয়কে সহজভাবে বলা হয়
D) মানুষকে বিনোদন দেওয়া হয়
উত্তরঃ B) লোকশিক্ষা দেওয়া হয়
13. পুতুল নাচ-এ নাচের সঙ্গে থাকে -
A) গান
B) অভিনয়
C) গান ও অভিনয়
D) নানা শারীরিক কৌশলের প্রদর্শন
উত্তরঃ B) অভিনয়
14. পুতুল মাচের মূল লক্ষ -
A) মানুষকে লোকসংস্কৃতি বিষয়ে সচেতন করা
B) গ্রামীণ কৃষিজীবনের প্রচার
C) কৃষ্ণ কথার প্রচার
D) সমাজ কল্যাণ ঘটানো
উত্তরঃ D) সমাজ কল্যাণ ঘটানো
15. 'স্বাগত' শব্দটির সন্ধিবিচ্ছেদ হল -
A) সু + আগত
B) স্ব + আগত
C) স্ব + গত
D) স্বাগম্ + ত
উত্তরঃ A) সু + আগত
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ