বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ভূগোল
দশম শ্রেণি
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
(ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
(খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
(গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
(ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষণ হয় না
উত্তরঃ (খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো
(ক) ল্যান্ডলাইন দূরভাষ
(খ) নথিভুক্ত ডাক
(গ) ক্যুরিয়ার ব্যবস্থা
(ঘ) টেলিগ্রাম
উত্তরঃ (ঘ) টেলিগ্রাম
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নীচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
(ক) কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা
(খ) সুলভ বিদ্যুৎ
(গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
(ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তরঃ (গ) অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যে হলো
(ক) বন্যপ্রাণ সংরক্ষণ
(খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
(গ) পর্যটন শিল্পের উন্নতি
(ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তরঃ (গ) পর্যটন শিল্পের উন্নতি
১৭. সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলো। নীচের কোন্ স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়?
সারণি
ফসল |
গম |
ভুট্টা |
ডাল |
তৈলবীজ |
উৎপাদন (মিলিয়ন টন) |
৯২ |
২২ |
১৬ |
২৫ |
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ (খ)
১৮. ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কী কী?
(ক) গম ও ইক্ষু
(খ) ডাল ও জোয়ার
(গ) ধান ও গম
(ঘ) কার্পাস ও চা
উত্তরঃ (ঘ) কার্পাস ও চা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ