বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ইতিহাস
দশম শ্রেণি
১৩. ব্রিটিশ সরকার কমিউনিষ্ট নেতাদের গ্রেপ্তার করলে 'মিরাট ষড়যন্ত্র মামলা' শুরু হয়। উদ্দেশ্য ছিল -
(i) বামপন্থী আন্দোলনকে দূর্বল করে দেওয়া
(ii) জাতীয়তাবাদী আন্দোলনের গতি রোধ করা
(iii) জাতীয় কংগ্রেসকে দূর্বল করে দেওয়া
(iv) মুসলিম লিগকে দূর্বল করে দেওয়া
(ক) i,ii ঠিক
(খ) i, ii, iii ঠিক
(গ) i, ii ভুল
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (ক) i,ii ঠিক
১৪. সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? -
(i) ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ
(ii) বহিরাগতদের শোষনের জন্য
(iii) ধর্মান্তরিত করার জন্য
(iv) রেলপথের সম্প্রসারণ
(ক) i ঠিক
(খ) i, ii ঠিক
(গ) i, ii, iii ঠিক
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (ঘ) উপরের সবকটি ঠিক
১৫. শচীন্দ্রপ্রসাদ বসু 'অ্যান্টি-সার্কুলার সোসাইটি' গড়ে তোলেন -
(ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে
(খ) নারী আন্দোলনকে জোরদার করতে
(গ) শিক্ষার প্রসার ঘটাতে
(ঘ) বঙ্গভঙ্গ রদ করতে
উত্তরঃ (ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে
১৬. জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
১৭. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল -
(ক) জমিদার সভা
(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(গ) ভারত সভা
(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ (গ) ভারত সভা
১৮. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 'তিন আইন' - এর অন্তর্ভুক্ত ছিল না -
(ক) বাল্যবিবাহ
(খ) বহুবিবাহ
(গ) বিধবাবিবাহ
(ঘ) সতীদাহ
উত্তরঃ (ঘ) সতীদাহ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ