বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ইতিহাস
দশম শ্রেণি
১. সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে -
(i) সরকারি আধিকারিকের প্রতিবেদন
(ii) সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন
(iii) গোয়েন্দা বিভাগের প্রতিবেদন
(iv) পুলিশ বিভাগের নথিপত্র
(ক) i, ii ঠিক
(খ) i, ii, iii ঠিক
(গ) i ঠিক
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (ঘ) উপরের সবকটি ঠিক
২. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত 'বামাবোধিনী' একটি সাময়িকপত্র। কারণ এটি -
(ক) বাংলা ভাষায় প্রকাশিত হত
(খ) মাসিক পত্রিকা
(গ) রাজনৈতিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তরঃ (খ) মাসিক পত্রিকা
৩. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন্ বিকল্পটি যুক্ত নয় -
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) গ্রামবার্তা প্রকাশিত
(গ) ফিমেল জুভেনাইল সোসাইটি
(ঘ) বেথুন স্কুল
উত্তরঃ (গ) ফিমেল জুভেনাইল সোসাইটি
৪. ঔপনিবেশিক শিক্ষার মেলবন্ধন ঘটানো -
(ক) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো
(খ) প্রথাগত শিক্ষার উন্নতি
(গ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া
(ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
উত্তরঃ (ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
৫. ১৮৫৭-র বিদ্রোহকে 'সিপাহী বিদ্রোহ' বলা হলে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোন্টিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে? -
(ক) ব্রিটিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল
(খ) সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল
(গ) সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল
(ঘ) সিপাহিরা জয়লাভ করেছিল
উত্তরঃ (ক) ব্রিটিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল
৬. ছাপাখানার বিকাশের সাথে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোন্টি/কোন্গুলি সম্পর্কিত?
(i) বইয়ের সহজলভ্যতা
(ii) শিক্ষার বিস্তার
(iii) সংবাদপত্র, সাময়িকপত্রের প্রসার
(iv) ঔপনিবেশিক কাঠামোর সুদৃঢ়করণ
(ক) i, ii, iii ঠিক
(খ) i ঠিক
(গ) i, ii ভুল
(ঘ) উপরের সবকটি ঠিক
উত্তরঃ (ক) i, ii, iii ঠিক
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ