বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
জীবনবিজ্ঞান
দশম শ্রেণি
১. নীচের বক্তব্যগুলি পড়ো।
(i) মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।
(ii) উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়।
(iii) হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।
(iv) অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়।
দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন্ কোন্ বক্তব্যগুলি সঠিক?
(ক) (i) ও (ii)
(খ) (ii) ও (iii)
(গ) (iii) ও (iv)
(ঘ) (i) ও (iii)
উত্তরঃ (ঘ) (i) ও (iii)
২. প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোন্টি? -
(ক) কারক - আজ্ঞাবাহ স্নায়ুকোশ - স্নায়ুকোশ - সংজ্ঞাবহ স্নায়ুকোশ - গ্রাহক
(খ) গ্রামক - আজ্ঞাবহ স্নায়ুকোশ - স্নায়ুকেন্দ্র - সংজ্ঞাবহ স্নায়ুকোশ - কারক
(গ) গ্রাহক - সংজ্ঞাবহ স্নায়ুকোশ - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ুকোশ - কারক
(ঘ) কারক - সংজ্ঞাবহ স্নায়ুকোশ - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ুকোশ - গ্রাহক
উত্তরঃ (গ) গ্রাহক - সংজ্ঞাবহ স্নায়ুকোশ - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ুকোশ - কারক
৩. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।
বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়।
বক্তব্য ২ : জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।
(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল
(খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
উত্তরঃ (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
৪. সঠিক জোড়াটি খুঁজে বার করো -
(ক) হাইড্রা - কোরকোদগম
(খ) স্পাইরোগাইরা - রেণু উৎপাদন
(গ) প্ল্যানেরিয়া - দ্বিবিভাজন
(ঘ) অ্যামিবা - পুনরুৎপাদন
উত্তরঃ (ক) হাইড্রা - কোরকোদগম
৫. নীচের বক্তব্যগুলি পড়ো।
এই হরমোন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদ ও রক্তচাপ বাড়ায়।
এই হরমোন শ্বাস্কার্যের হার বাড়ায়।
এই হরমোন BMR বৃদ্ধি করে।
উপরের কাজগুলি কোন্ হরমোনের সঙ্গে সম্পর্কিত?
(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) ইস্ট্রোজেন
(ঘ) থাইরক্সিন
উত্তরঃ (ঘ) থাইরক্সিন
৬. সঠিক জোড়টি খুঁজে নাও -
(ক) দ্বিপত্র কপাটিকা - ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল
(খ) ত্রিপত্র কপাটিকা - বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল
(গ) অ্যাওর্টিক কপাটিকা - নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থল
(ঘ) পালমোনারি কপাটিকা - ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল
উত্তরঃ (ঘ) পালমোনারি কপাটিকা - ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ