gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 8
প্রশ্নঃ ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? -
(ক) লন্ডন
(খ) লাহোর
(গ) কাবুল
(ঘ) ঢাকা
উত্তরঃ (ক) লন্ডন
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গদ্য রচনা কোন্টি? -
(ক) শেষের কবিতা
(খ) মাঝি
(গ) ঘরে বাইরে
(ঘ) সভ্যতার সংকট
উত্তরঃ (ক) শেষের কবিতা
প্রশ্নঃ কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ হল -
(ক) নাক
(খ) জিহ্বা
(গ) লোম
(ঘ) ত্বক
উত্তরঃ (খ) জিহ্বা
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্টি কুরু মহাজনদের রাজধানী ছিল? -
(ক) পাটলিপুত্র
(খ) মথুরা
(গ) ইন্দ্রপ্রস্ত
(ঘ) চম্পা
উত্তরঃ (গ) ইন্দ্রপ্রস্ত
প্রশ্নঃ পৃথিবীর সর্বনিম্ন মূল্য মুদ্রা হল কোন্ দেশের? -
(ক) বলিভিয়া
(খ) কঙ্গো
(গ) ভেনেজুয়েলা
(ঘ) ইরান
উত্তরঃ (ঘ) ইরান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ