gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ কিলোওয়াট - ঘন্টা কিসের একক? -
(ক) শক্তি
(খ) ক্ষমতা
(গ) বল
(ঘ) ভরবেগ
উত্তরঃ (ক) শক্তি
প্রশ্নঃ "প্রাচ্যের নন্দনকানন" বলা হয় -
(ক) কুলু উপত্যকাকে
(খ) কাংড়া উপত্যকাকে
(গ) দেরাদুন উপত্যকাকে
(ঘ) কাশ্মীর উপত্যকাকে
উত্তরঃ (ঘ) কাশ্মীর উপত্যকাকে
প্রশ্নঃ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার পান -
(ক) পি টি ঊষা
(খ) সানিয়া মির্জা
(গ) শচীন টেন্ডুলকার
(ঘ) বিশ্বনাথ আনন্দ
উত্তরঃ (ঘ) বিশ্বনাথ আনন্দ
প্রশ্নঃ পৃথিবী সূর্যের সবথেকে কাছে আসে -
(ক) ৩রা জানুয়ারি
(খ) ৪ঠা জুলাই
(গ) ২১শে মার্চ
(ঘ) ২৩শে সেপ্টেম্বর
উত্তরঃ (ক) ৩রা জানুয়ারি
প্রশ্নঃ যৌথ বন ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গে প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছিল কোথায়? -
(ক) আরাবাড়ি গ্রাম, মেদনীপুর
(খ) নতুনবাঁধ গ্রাম,বাঁকুড়া
(গ) ভুলা গ্রাম, বাঁকুড়া
(ঘ) পালিঝারি গ্রাম, মেদনীপুর
উত্তরঃ (ক) আরাবাড়ি গ্রাম, মেদনীপুর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ