gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 11
প্রশ্নঃ সংবিধান বেঞ্চে বা বেঞ্চে রাষ্ট্রপতির রেফারেন্স সম্পর্কে তার পরামর্শমূলক মতামত দেওয়ার জন্য বিচারকের ন্যূনতম সংখ্যা অবশ্যই হতে হবে? -
(ক) আদালতের মোট শক্তির এক তৃতীয়াংশ
(খ) তিনটি
(গ) সাতটি
(ঘ) সুপ্রিম কোর্টের Total Strength এর অর্ধেক
উত্তরঃ (ঘ) সুপ্রিম কোর্টের Total Strength এর অর্ধেক
প্রশ্নঃ ডুরান্ড কাপ নিম্নলিখিত কোন্ খেলার সঙ্গে জড়িত? -
(ক) ফুটবল
(খ) বেসবল
(গ) বাস্কেটবল
(ঘ) হকি
উত্তরঃ (ক) ফুটবল
প্রশ্নঃ আফিমের প্রধান উপাদান হল -
(ক) হিরোইন
(খ) মরফিন
(গ) কুইনাইন
(ঘ) অ্যাট্রোপিন
উত্তরঃ (খ) মরফিন
প্রশ্নঃ "Louvre Museum" কোথায় অবস্থিত? -
(ক) প্যারিস
(খ) আমস্টারডাম
(গ) নিউইয়র্ক
(ঘ) লন্ডন
উত্তরঃ (ক) প্যারিস
প্রশ্নঃ পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? -
(ক) ১৮১৭ সালে
(খ) ১৮২০ সালে
(গ) ১৮৩০ সালে
(ঘ) ১৯০২ সালে
উত্তরঃ (ক) ১৮১৭ সালে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ