gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 9
প্রশ্নঃ চাং কোন্ রাজ্যের প্রধান ভাষা? -
(ক) অরুণাচল প্রদেশ
(খ) সিকিম
(গ) নাগাল্যান্ড
(ঘ) মনিপুর
উত্তরঃ (ঘ) মনিপুর
প্রশ্নঃ "এন অটোবায়োগ্রাফি" এর রচয়িতা কে? -
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) মহাত্মা গান্ধী
(গ) সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(ঘ) জহরলাল নেহেরু
উত্তরঃ (ঘ) জহরলাল নেহেরু
প্রশ্নঃ ম্যানারহিয়েন লাইন কোন্ দেশের সীমারেখা? -
(ক) রাশিয়া ও জার্মানি
(খ) জার্মানি ও ফ্রান্স
(গ) রাশিয়া ও ফিনল্যান্ড
(ঘ) রাশিয়া ও ফ্রান্স
উত্তরঃ (গ) রাশিয়া ও ফিনল্যান্ড
প্রশ্নঃ ব্যাসল্ট শিলা থেকে সাধারনত কোন্ মাটি সৃষ্টি হয়? -
(ক) দোয়াঁশ মাটি
(খ) এঁটেল মাটি
(গ) বেলে মাটি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) এঁটেল মাটি
প্রশ্নঃ কোন্ নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে? -
(ক) যমুন
(খ) শতদ্রু
(গ) মহানদী
(ঘ) ময়ুরাক্ষী
উত্তরঃ (খ) শতদ্রু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ